সংবাদ শিরোনাম

বরগুনায় ইয়াবাসহ আটক ২

 
আজকাল বার্তা ডেক্স== 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  বরগুনার পাথরঘাটায় হাবিবুর রহমান (৩৪) নামে এক যুবককে ৮৮৭ পিস ইয়াবাসহ আটক করেছে পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ড। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাকচিড়া ইউনিয়নের জালিয়াঘাটা এলাকার জাকির হাওলাদারের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক হাবিবুর রহমান জালিয়াঘাটা এলাকার আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে।

পাথরঘাটা স্টেশনের পেটি অফিসার আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি কিছু লোক মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের জালিয়াঘাটা এলাকার জাকির হাওলাদারের বাড়ির সামনে হাবিবকে সন্দেহজনক মনে হয়।

এরপর তার শরীর তল্লাশি করে ৮৮৭ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে আটক করে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়। আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post