সংবাদ শিরোনাম

পটুয়াখালী ও বরগুনা সফরে বাংলাদেশ প্রধানমন্ত্রী Bangladesh Prime Minister of Patuakhali and Barguna tour

ডেক্স সময়ের বরিশাল----
priminster of Bangladesh
prime minister of Bangladesh

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রাবন্দর ও পায়রা বিদ্যুৎ কেন্দ্র দেখতে এবং বেশকিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে পটুয়াখালী ও বরগুনা সফরে এসেছেন।শনিবার সকাল ১০ টায় হেলিকপ্টার যোগে তেজগাঁয়ের পুরাতন বিমানবন্দর থেকে পটুয়াখালীর পায়রার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। বেলা পৌণে বারটায় পটুয়াখালী পৌঁছান প্রধানমন্ত্রী।দিনব্যাপী এই সফরে তিনি পায়রা বিদ্যুত কেন্দ্র প্রকল্প, একটি পুনর্বাসন কেন্দ্র এবং প্রকল্প এলাকার ক্ষতিগ্রস্ত লোকদের জন্য নব নির্মিত আবাসন পরিদর্শন করবেন।প্রধানমন্ত্রী তার এই সফরকালে পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় ১৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। এর ভিতরে অণ্যতম মির্জাগঞ্জ ৩৩/১১ কেভি বিদ্যুৎ স্টেশন, পায়রাবন্দর শেখ হাসিনা সড়ক এবং পায়রাবন্দর সার্ভিস জেটি, মসজিদ, অফিসার গেস্ট হাউস ও স্টাফ ডমেটরি।এছাড়া পটুয়াখালী সরকারি কলেজের পাঁচতলা বিজ্ঞান ভবন, শ্রীমান্ত নদীতে ৯৬ মিটার সেতু, পটুয়াখালী জেলার কলাপাড়া ও মির্জাগঞ্জ উপজেলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র (তৃতীয় পর্ব) প্রকল্পের আওতায় দুটি কৃষক প্রশিক্ষণ কেন্দ্র এবং পায়রাবন্দর প্রকল্পের জন্য ক্ষতিগ্রস্ত লোকদের পুনর্বাসন এলাকার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।পরবর্তীতে  প্রধানমন্ত্রী বরগুনা জেলা পরিদর্শন করবেন এবং ২১টি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল ৩টায় তালতলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এক জনসমাবেশে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে । অপেক্ষা করছে হাজারো জনতা। আর এই জনসভাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতারা ব্যস্ত সময় কাটাচ্ছেন।

Post a Comment

Previous Post Next Post