অনলাইন ডেক্স----
বরগুনা সদর উপজেলা আ’লীগের সহসভাপতি মো. খলিল রহমানকে (৬৫) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৬ অক্টোবর)রাত আড়াইটার দিকে উপজেলার চালিতাতলী গ্রামে তিন-চারজন দুর্বৃত্ত বোরকা পরিহিত অবস্থায় সিঁধ কেটে ঘরের ভেতরে ঢুকে এবং তাকে হত্যা করে।নিহত মো. খলিল রহমান ওই এলাকার সোনা মোল্লার ছেলে। স্ত্রীকে নিয়ে তিনি একাই বাড়িতে থাকতেন।নিহত আওয়ামী লীগ নেতার স্ত্রী লিলি বেগম দাবি করেন, শুক্রবার রাত আড়াইটার দিকে সিঁধ কেটে তিন-চারজন লোক ঘরে ঢুকে পড়ে এবং তাঁকে বেঁধে ফেলে। এরপর তাঁরা আমার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে চলে যায়।
সদর থানার ওসি মাসুদুজ্জামান জানান, সদর উপজেলার চালিতাতলী গ্রামের বাড়িতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খলিল মোল্লাকে কয়েকজন দুর্বৃত্ত রাতের অন্ধকারে ঘরে ঢুকে শ্বাসরোধ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
Post a Comment