রান্নাঘরে সাপের কামড়ে মৃত্যু হয়েছে এক নারী ইউপি সদস্যের। তার নাম কাকন শিকদার কাকন (৩৪) । তিনি ফরিদপুর চর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন চর বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
রবিবার বিকেলে সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
তিনি জানান, কাকন শিকদার বিকেলে বাড়ির রান্নাঘরে কাজ করতে যান। এসময় সাপের ছোবলে তিনি আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Post a Comment