সংবাদ শিরোনাম

চরামদ্দিতে সালিশ বৈঠকে হামলায় কৃষকলীগ নেতা সহ গুরুতর আহত-৬



স্টাফ রিপোর্টার: বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামের নিমতলা বাজারে সালিশ বৈঠকে হামলার ঘটনা ঘটেছে। এতে বাদলপাড়া ৬নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সহ ৬জন গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে মাইনুল ইসলাম স্বপন, রুহুল আমিন ও সজল গুরুতর রক্তাক্ত জখম হলে তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্বপনের মাথায় সিটি স্ক্যান সহ নানান পরীক্ষা নীরিক্ষা করা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতর পরিবার।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় নিমতলা এলাকার শাহজাহান সিকদার এবং মাইনুল ইসলাম স্বপন এর মধ্যে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ মেটাতে সালিশ বৈঠক বসে। সালিশ হিসেবে ছিলেন ৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ও ইউপি সদস্য মাহাবুব সিকদার রাজা, রশিদ খা, জাফর সহ কয়েকজন গন্যমান্য ব্যক্তি। 

সালিশের এক পর্যায়ে শাহজাহানের পক্ষ নিয়ে সোনালী ব্যাংক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মাসুমের নেতৃত্বে হামলা শুরু হয়। মাসুম (৩৮) নিজেই লাঠি দিয়ে কৃষকলীগ নেতা স্বপনের মাথায় আঘাত করে। এরপর দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয় শাহজাহান সিদকার (৬৫), এসএম হানিফ সিকদার (৩৯), ইউসুফ সিকদার (৩৯), আসাদ সিকদার (৩২), বাবু সিকদার (৩০), শামসুল হক সাবু (৫০), তাঈন হক শান্ত (২৭), আনোয়ার সিকর্দা (৬৩) সহ আরো বেশ কয়েকজন।

হামলায় গুরুতর আহত ও রক্তাক্ত জখম হয় মাইনুল ইসলাম স্বপন, রুহুল আমিন সিদকার, মোঃ সজল, সফিকুল ইসলাম, সালেহা বেগম। 

খোঁজ নিয়ে জানা গেছে, সোনালী ব্যাংক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মাসুমের অফিস শনিবার বন্ধ থাকার সুবাদে সে এলাকায় গিয়ে এই হামলা চালায়। তাছাড়া এলাকার নানা অপরাধ কর্মের সাথে এই মাসুম, শামসুল হক সাবু, শান্ত, হানিফ, ইউসুফ জড়িত রয়েছে। এক পক্ষকে আরেক পক্ষের বিরূদ্ধে লেলিয়ে দিয়ে সুবিধা লোটাই এদের নেশা ও পেশা। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন আসছে. . . .

Post a Comment

Previous Post Next Post