ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানে (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সংগঠনের এক নেতা ও তার পুত্রসহ দু'জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) ভোররাতে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের পূর্ব গোদন্ডা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সুবিদপুর ইউনিয়ন আওয়ামী কৃষক লীগর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার এবং তার পুত্র, ৩,নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল সরদার। পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে নলছিটি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। অভিযানের লক্ষ্য হিসেবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মী ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আলম এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঝালকাঠি সদর থানার একটি মামলায় ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। স্থানীয়দের মধ্যে এ গ্রেফতারের ঘটনায় নানা আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

Post a Comment