সংবাদ শিরোনাম

সিলেটে আবারও বন্যার আশঙ্কা, জরুরি বৈঠক

আজকাল বার্তা ডেক্স----


সিলেটে আবারও বন্যার আভাস। বেশকিছুদিন আগের বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি সিলেটের মানুষ। এরমধ্যে আবারও বন্যার আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর।

 কেননা সিলেটে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই বৃষ্টি থাকবে আরও ১৫ দিন। মাত্র দুদিনের ভারি বৃষ্টিতে বেড়ে গেছে সবকটি নদনদীর পানি। এমতাবস্থায় দ্রুত ব্যবস্থা নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরি বৈঠক করে সিলেট জেলা প্রশাসন।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় গত বছরের মতো সিলেটে ভয়াবহ বন্যার আশঙ্কা করা হয়। সভায় আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সিলেটে আরও ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ জন্য সবাইকে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে।

জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, আগামী ১৫ দিন সিলেটজুড়ে অতিবৃষ্টি হতে পারে। ১৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাই।

তিনি আরও বলেন, আশ্রয়কেন্দ্রগুলোকে আবারও প্রস্তুত করা হবে। এ লক্ষ্যে কেন্দ্রের তালিকা নতুন করে তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। স্টিলের দুটি বড় নৌকা ক্রয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিসকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, নগরীর নালা-নর্দমাগুলো পরিষ্কার করে পানি নামার ব্যবস্থা করা হচ্ছে। যাতে জলাবদ্ধতা বেশি সময় স্থায়ী না হয়। সভায় সিটি করপোরেশন, সিলেট মহানগর পুলিশ, জেলা পুলিশ, ফায়ার ও সিভিল ডিফেন্স এবং সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post