সংবাদ শিরোনাম

ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, যার গভীরতা ছিল ৯ কিলোমিটার

আজকাল বার্তা ডেক্স----

ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, যার গভীরতা ছিল ৯ কিলোমিটার

ভূমিকম্পে কেপে উঠলো ঢাকা। শুক্রবার সকাল ১০টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট থেকে ১৩ কিলোমিটার দূরে শিলচরে।

ঢাকা ছাড়াও সিলেট থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য বলছে, ভারতের শিলিংয়ের কেন্দ্র ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে দেওয়া তথ্যে বলা হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬।

ভূমিকম্পে এখনো পর্যন্ত কোথাও ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। 

অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, সিলেট থেকে ৩২ কিলোমিটার দূরে সৃষ্ট এ কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৮। যার গভীরতা ছিল ৯ কিলোমিটার।

প্রসঙ্গত গত ৫ মে ভোরে ভূকম্পন অনুভূত হয় রাজধানীতে। রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার সিটি সেন্টার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে। সেদিনও ছিল শুক্রবার।

Post a Comment

Previous Post Next Post