সংবাদ শিরোনাম

পটুয়াখালীতে বিদ্যালয়ের খেলার মাঠে চলছে কৃষি কাজ

আজকাল বার্তা ডেক্স---- 

পটুয়াখালীতে বিদ্যালয়ের খেলার মাঠে চলছে কৃষি কাজ

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের সুফিয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে  শিক্ষার্থীদের খেলার মাঠে চলছে কৃষি কাজ।

 কৃষি কাজের উপযোগী করতে খেলার মাঠে চালানো হয়েছে ট্রাক্টর। ট্রাক্টর চালিয়ে বীজতলা তৈরী করে নষ্ট করা হয়েছে উন্মুক্ত খেলার মাঠ।

বুধবার ৯ আগস্ট এই বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলাকালেই মাঠে ট্রাক্টর চালিয়ে বীজতলা তৈরি করা হয়েছে। এ সময় ট্রাক্টরের শব্দে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যহত হয়েছে। 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠেছে। ব্যক্তিগত সুবিধার জন্য শিক্ষার্থীদের খেলার মাঠ নষ্ট হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ওই বিদ্যালয়ের একাধিক অভিভাবক বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ তৈরি করে দেয়। বিরতির সময়ে শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করে সময় কাটাতো। ছুটির পরের সময়েও অনেক শিক্ষার্থী মাঠে খেলাধুলা করে। কিন্তু এখন আর খেলাধুলার সে সুযোগ নেই।

অভিযোগ অস্বীকার করে সুফিয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিদাস পাইন বলেন, কৃষি কাজের জন্য ট্রাক্টর ব্যবহার করা হয়নি। উঁচু নিচু মাঠ সমতল করার জন্য ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশীর গাজী বলেন, ‘বিদ্যালয়ের মাঠ খেলার জন্য শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। অভিযোগের সত্যতা পেলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

Previous Post Next Post