ডেক্স নিউজ----
চীনে এবারের বন্যা ও ভারী বর্ষনে ২৯ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
প্রবল বৃষ্টির কারণে চীনের হেবেই প্রদেশে ভয়াবহ বন্য দেখা দিয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এতে ২৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৬ জন। তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার (১১ আগস্ট) সকালে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত মাসের শেষের দিকে রাজধানী বেইজিংয়ে তীব্র বৃষ্টিপাত ও বন্যায় কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়। এর মধ্যে দু'জন উদ্ধারকর্মী।গত সপ্তাহে চীনের উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশে আকস্মিক বন্যায় কয়েকজনের মৃত্যু হয়।
বেইজিং কর্তৃপক্ষ জানায়, ভারী বৃষ্টিতে বেইজিংয়ের পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ৫৯ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় লাখ মানুষ। তাছাড়া ১৫ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে।
Post a Comment