বাবুগঞ্জ প্রতিনিধি ॥
মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব “মা” দিবস। সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশেও দিবসটি ঘটা করে পালিত হয়। বরিশালের বাবুগঞ্জে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে সকালে একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন এর সভাপতিত্বে বক্তারা শতাধীক নাড়ী উপস্থিতিদের মধ্যে মা দিবসের মূল উদ্দিশ্য ফুটিয়ে তুলে বক্তব্য দেয় । সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্দা ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার মোঃ মহি উদ্দিন ,ইউপি মহিলা মেম্বার ফাতেমা আক্তার লিপি, সাবেক মহিলা ইউপি মেম্বার আকলিমা বেগম প্রমুখ।
Post a Comment