সংবাদ শিরোনাম

ঝালকাঠিতে ইট বিক্রির নামে প্রতারণা করে ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি---
ঝালকাঠিতে একটি ইটভাটা মালিকের বিরুদ্ধে অগ্রীম ইট বিক্রির কথা বলে প্রতারণার মাধ্যমে ৬৩ লাখ টাকা আতœসাতের অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তরা আজ (১২ মে) রবিবার বেলা ১২টায় ঝালকাঠির নলছিটি উপজেলার সুজাবাদ ‘দেশ’ নামে একটি ইটভাটার সামনে চুক্তিপত্র হাতে নিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। মানববন্ধনে ভুক্তভূগিসহ মগড় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। তাঁরা টাকা আতœসাতকারী ইটভাটার মালিক নাহিদ সেরনিয়াবাতের বিচার দাবি করেন। 
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নলছিটি উপজেলার সুজাবাদ গ্রামে জাহিদ হাসানের ইটভাটার মালিকানার অংশিদার হয়ে বরিশালের সাবেক ছাত্রলীগ নেতা নাহিদ সেরনিয়াবাদ স্থানীয় লোকজনের কাছ থেকে অগ্রীম ইট বিক্রির কথা বলে ৬৩ লাখ টাকা নেন। পরে তিনি পাওনাদারদের ইট না দিয়ে হয়রানি করছেন। এমনকি তাদের কাছ থেকে নেওয়া টাকাও ফেরত দিচ্ছেন না নাহিদ সেরনিয়াবাদ। বিষয়টি নিয়ে ঝালকাঠির পুলিশ সুপার, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মগড় ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন। নাহিদ সেরনিয়াবাত বর্তমানে ইটভাটায় যাতায়াত বন্ধ করে দেওয়ায় ভুক্তভোগিরা দুশ্চিন্তায় পড়েছেন। তাঁরা ইটের জন্য দেওয়া টাকাগুলো ফেরত এবং নাহিদ সেরনিয়াবাতের প্রতারণার বিচার দাবি করেছেন। 

Post a Comment

Previous Post Next Post