সংবাদ শিরোনাম

মা ইলিশ রক্ষায় বরিশালের নদ-নদীতে অভিযান অব্যহত

নিজস্ব প্রতিবেদক---

মা ইলিশ রক্ষায় বরিশালের নদ-নদীতে অভিযান অব্যহত

প্রতিদিনিই বরিশালে বিভিন্ন নদ নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারী নির্দেষ উপেক্ষা করে যারা ইলিশ ধরায় ব্যস্ত হয়ে পড়ছে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হচ্ছে। 

বিভিন্ন মেয়াদে দেয়া হচ্ছে সাজা। আগামী   ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদ-নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময় উপকূলীয় এলাকার নদ-নদী সাগরে কোন ধরনের জাল ফেলা যাবে না। এই ২২দিন ইলিশ ধরা, বিক্রি, মজুদ, বাজারজাত ও পরিবহন আইনত দন্ডনীয়।

সরকারের এই কর্মসূচি বাস্তবানে সারা দেশের নদ-নদীতে অভিযান শুরু করেছে প্রশাসন। এর অংশ হিসেবে সকাল ৭টা থেকে বরিশালের কীর্তনখোলা নদীসহ বেশ কয়েকটি নদীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। 

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো. মনিরুজ্জামানের নেতৃত্বে প্রথম দিনের অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্নামত ও নৌ-বন্দর থানার ওসি আ. জলিল সহ অন্যান্যরা।

মৎস্য কর্মকর্তা ড. বিমল চন্দ্র দাস জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই সময়ে জেলার ৫১ হাজার ৭শত জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হবে।

এদিকে নৌ-বন্দর থানার ওসি আ. জলিল বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নৌ পুলিশ দুই ভাগে অভিযান পরিচালনা করছে। নদীতে মাছ শিকার কিংবা নদীতে প্রবেশেকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। 

মেঘনা, কালা বদর, আড়িয়াল খাঁ, গজারিয়া, তেতুলিয়া, মাসকাটা নদী ইলিশের অভয়শ্রম হলেও এবার দেশের সব নদীতে মা ইলিশ সংরক্ষনের উদ্যোগ নেয়া হয়েছে। ইলিশ উৎপাদন বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

Post a Comment

Previous Post Next Post