সংবাদ শিরোনাম

বরিশালে কাটা পায়ের রহস্য উদঘাটন, অতঃপর যা জানা গেল ( ভিডিওসহ)

 নিজস্ব প্রতিবেদক--- 

বরিশালে কাটা পায়ের রহস্য উদঘাটন, অতঃপর যা জানা গেল !

অবশেষে সেই কুড়িয়ে পাওয়া কাটা পায়ের রহস্য উদঘাটন  করেছে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গত ২৪ ডিসেম্বর নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠি এলাকার মৃত. আজিজ মোল্লার স্ত্রী ৮০ বছর বয়সী সুরাইয়া বেগমকে ভর্তি করা হয়। তার পায়ে পচঁন ধরে। 




 পরে অর্থপেডিস্কের চিকিৎসক ডাঃ রেজাউন রেজার তত্বাবাধায়নে ওই নারীর পচন ধরা পা কেটে ফেলা হয়। নারীর এক স্বজন জানায়, নিয়মানুযায়ী ওই পায় মাটি চাপা দেওয়ার কথা থাকায় সুরাইয়া বেগমের ভাই পা টি নিয়ে মাটি চাপা দেওয়ার উদ্দেশ্যে বের হয় তবে বরিশালের তেমন কোন জায়গা পরিচিত না থাকায় ওই লোক সহয়তা নেয় এক রিকসা চালকের।

 সেই রিকসা চালক পা টিকে মাটি চাপা দেওয়ার কথা বলে নিয়ে গেলেও তিনি তা না করে ব্যাগটি ফেলে রেখে যায়। উল্লেখ্য, গত ২৫ সে ডিসেম্বর রোববার দিবাগত মধ্যরাতে বরিশালে সড়কের পাশে একটি ব্যাগ থেকে কাটা পা উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

 স্থানীয়রা রা‌তে এক‌টি ব্যাগ দেখ‌তে পায়। প‌রে সেই ব্যাগের মধ্যে কাটা পা দেখা‌র পর পু‌লি‌শে খবর দেয় তারা। ঘটনাস্থ‌লে গি‌য়ে কাটা পা উদ্ধার করেন কোতয়ালী মডেল থানা পু‌লি‌শের উপ-প‌রিদর্শক আরাফাত হাসান। তিনি ব‌লেন, ২৫ তারিখ রাতে সংবাদ পেয়ে যখন আমরা ঘটনাস্থলে গিয়ে পা টি উদ্ধার করি তখন প্রাথমিকভাবে আমরা এর কোন ক্লু পাই নি।

পা টি উদ্ধারের পরে এটি নিয়ে নগরীরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এটি কার পা তার সঠিক তথ্য না পাওয়ায় নগরীর মনে নানা ধরনের প্রশ্ন জাগে।

Post a Comment

Previous Post Next Post