সংবাদ শিরোনাম

বাকেরগঞ্জে ১০৬ বোতল ফেন্সিডিলসহ সাকিব আটক

আজকাল বার্তা ডেক্স---- 

বাকেরগঞ্জে  ১০৬ বোতল ফেন্সিডিলসহ সাকিব আটক

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ভাংগাপুল এলাকায় থেকে ফেনসিডিল সহ সাকিব নামে  এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন বাকেরগঞ্জ থানা পুলিশ।৫ মার্চ রবিবার সকালে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ মাদক কারবারিকে আটক করে।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান জানান, উপজেলার বরিশাল -পটুয়াখালী মহাসড়ক সংলগ্ন ভরপাশা ইউপির ভাংগাপুল এলাকায় মাদকের একটি বড় চালান এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মাহমুদ হাসান সহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করেন অভিযান সফল হয়। 

তখন তাকে তল্লাশি করা হয়। এসময় আটককৃতের কাছ থেকে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক আসামীর বাড়ি বরিশালের নবগ্রাম রোডের বটতলা এলাকায় আবদুল্লাহ এর পুত্র আলী আজিম ওরফে সাকিব (২৭)। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Post a Comment

Previous Post Next Post