বিষাক্ত মদ্যপানে ৩১ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।বৃহস্পতিবার আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তথ্যমতে, বিহারের সারান জেলার গত ১৩ ডিসেম্বর কয়েকজন ব্যক্তি বিষাক্ত মদপান করেন। এর পরপরই তারা বমি শুরু করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে কয়েকজন মারা যান। বাকিরা বুধবার এবং বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ঘটানার পর ওই এলাকায় অবৈধ মদের দোকান বন্ধে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে ১২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি মামলা দায়ের করা হয়েছে।
Post a Comment