সংবাদ শিরোনাম

উল্লাপাড়ায় বজ্রপাতে নারীসহ ৯ কৃষি শ্রমিক নিহত, ৮ জন আহত

 

পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিখোড়া গ্রামে বজ্রপাতে এক নারীসহ ৯ কৃষি শ্রমিক নিহত ও আরো ৮ জন আহত হয়েছেন। এদের মোধ্যে ৩ জন আশংকা জনক। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে ৪টার দিকে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে । 

নিহতরা হলেন- উপজেলার শিবপুর গ্রামের মোকাম হোসেন (৫৫), মোন্নাফ হোসেন (২০), শমসের আলী (৫২), শাহিন (৩২), আক্তার হোসেন (৬৫), মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০), শাহ আলম (৪২) ও ঋতু খাতুন (১৪)। নিহত অপর জনের নাম জানাযায়নি।

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ বলেন, ‘বিকেলে মাটিকোড়া গ্রামের দক্ষিণ পাড়ায় জমিতে ধানের চারা রোপণের কাজ করছিলেন ১৫ জন কৃষি শ্রমিক। 

এসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে শ্রমিকরা মাঠের মধ্যে অবস্থিত একটি শ্যালো ঘরে আশ্রয় নেন। এসময় বজ্রপাতের ঘটনা ঘটলে
ঘটনাস্থলেই ছয় শ্রমিকের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মৃত্যু বরন করেন। 

সিরাজগঞ্জ উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, 
‘মাঠে কাজ করার সময় বজ্রপাতে ৯ কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post