সংবাদ শিরোনাম

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ

#ঢাকা পোস্ট- 


বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।২২ নভেম্বর সকাল পৌনে ১০টায় এ সমাবেশ শুরু হয়। এদিকে সমাবেশে যোগ দিতে সকাল থেকেই নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে এ এলাকায় জড়ো হতে থাকেন। বর্তমানে সেখানে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী অবস্থান নিয়েছে। যার ফলে ওই এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।এদিকে প্রেস ক্লাবের সামনের রাস্তায় সমাবেশের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা আছে। তবে তিনি এখনও সমাবেশস্থলে এসে পৌঁছাননি। এছাড়া উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post