ডেক্স সংবাদ--
সম্পৃতির বাঁধনে বাঁধি জীবনের গান এই স্লোগান কে সামনে রেখে অরুনিমা সংগীতাল'য় ৬ ষ্ঠ বছর পূর্তি উৎসব ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে ২২,২৩,২৪, ও ২৫, নভেম্বর চার দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম প্রাঙ্গনে জাতীয় পতাকা ও সংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ও জাতীয় সংগীতের মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রা ও অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অরুনিমা সংগীতলয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা খ, ম আখতার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ,তরুণ সম্প্রদায়ের প্রধান পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদউদ্দিন পবলু,জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন,অরুণিমা সংগীতালয় প্রধান পরিচালক সূর্য বারী, জাতীয় রবীন্দ্র পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক নূরে আলম হীরা, নাট্য ফেড়ারেশনের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ, নাবিক নাট্যগোষ্ঠী সাবেক সাধারণ সম্পাদক আশিক ইকবাল শামীম, দূবার নাট্যগোষ্ঠী সহ- সভাপতি টি এম জিন্নাহ,নাট্য নাট্যচক্র সাধারণ সম্পাদক শেখ ইমরান মুরাদ, নিকেতন এর সাধারণ সম্পাদক ও সাংবাদিক হোসেন আলী (ছোট্ট) প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শিল্পকলা একাডেমি সিরাজগঞ্জ ।
Post a Comment