কুয়াকাটায় জেলেরা অবরোধ শেষে মাছ শিকারে প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক-----
সাগর
সাগরে জেলে
কুয়াকাটায় জেলেরা অবরোধ শেষে মাছ শিকারে প্রস্তুত। কেননা টানা ২২ দিনের অবরোধ শেষে সাগরে নামছে তারা।  মা ইলিশ সংরক্ষন ও ইলিশ প্রজনন মৌসুমে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর এই টানা ২২ দিন পর্যন্ত অবরোধ পালন করেন উপকুলীয় জেলেরা।  রবিবার রাত ১২টার পর থেকে মাছ শিকারের জন্য সমুদ্রে রওয়ানা হয়ে যাবেন হাজার হাজার জেলে ট্রলার। আবার কেউ কেউ প্রস্তুতি নিয়ে রাখলেও সোমবার থেকে তারা মাছ শিকারে নামবেন। দেশের বিভিন্ন নদ নদীতে অবরোধ অমান্য করে মাছ শিকার করলেও এ বছর বঙ্গোপসাগরে মাছ শিকার থেকে শতভাগ জেলেরা বিরত থেকেছে। নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকারের কোন খবর পাওয়া যায়নি। খুটা জেলে মাঝি মোবারক হোসেন জানান, ইলিশ প্রজনণ মৌসুমে এ বছর কোন জেলে সমুদ্রে মাছ করতে যায়নি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে সকল জেলেরা খুশি মনে মাছ শিকার থেকে বিরত রয়েছে। প্রজনণ মৌসুমের সুফল আমরা জেলে এবং আড়ৎদাররাই ভোগ করছি।  

Post a Comment

Previous Post Next Post