বাউফলে রহস্যজনক বৃদ্ধা খুন, থেতলে দিয়েছে মাথা

পটুয়াখালী প্রতিনিধি---
পটুয়াখালীর বাউফলে রহস্যজনক ভাবে সাফিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মহিলাকে খুন করা হয়েছে। থেতলে দেয়া হয়েছে তার মাথা।  সরেজমিনে দেখা যায় নিহতের মাথা ফেটে মগজ বেরিয়ে পড়েছে। তার পাশেই রয়েছে রক্তমাখা একটি ইটও । কে বা কি কারনে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনও জানা যায় নি।  র
নিহত শাফিয়া

পটুয়াখালীর বাউফলে রহস্যজনক ভাবে সাফিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মহিলাকে খুন করা হয়েছে। থেতলে দেয়া হয়েছে তার মাথা।  সরেজমিনে দেখা যায় নিহতের মাথা ফেটে মগজ বেরিয়ে পড়েছে। তার পাশেই রয়েছে রক্তমাখা একটি ইটও । কে বা কি কারনে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনও জানা যায় নি।  রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাউফল পৌর শহরের ৪নং ওয়ার্ডে ঘটে এ নৃশংস ঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম মৃত হানিফ মোল্লা। বাউফল থানার অনেকটা কাছে েএমন হত্যাকান্ড হওয়ায় জনমনে আতংক বিরাজ করছে। স্থানীয়রা জানান, দুই মেয়ে ও এক পুত্র সন্তান নিয়ে বাস করতেন শাফিয়া । স্থানীয় কারো সাথে তেমন কোনো বিরোধ ছিল না। তবে ঠিক কি কারনে এই হত্যাকান্ড ঘটেছে এ বিষযে সুস্পষ্ট করে বলতে পারেনি কেউ।
মাজেদা বেগম নামে এক প্রতিবেশী নারী জানান, বিকেলে স্থানীয় মন্তোস ঠাকুরের স্ত্রী কৃষ্ণা রানী ওই বৃদ্ধ মহিলার ঘরে নারিকেল পাতার শলা আনতে গিয়ে খাটের ওপর শাফিয়া বেগমের মৃত দেহ দেখতে পেয়ে চিৎকার দিলে সবাই ছুটে গিয়ে শাফিয়া বেগমের মৃত দেহ দেখতে পান।
নিহতের মেয়ে মনি বেগম জানান প্রতিবেশীদের সাথে কিছু বিষয়ে তার মায়ের ঝগড়া বিবাদ ছিল। তারা ছাড়া এই কাজ কেউ করতে পারেনা বলে প্রাথমিক সন্দেহের কথা জানান তিনি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঠিক কি কারনে ওই বৃদ্ধা মহিলাকে এভাবে হত্যা করা হতে পারে তার কারন অনুসন্ধান করছি। পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে। 

Post a Comment

Previous Post Next Post