নিজস্ব প্রতিবেদক।।
![]() |
রিশাদের শুভ জন্মদিন |
রিশাদ’র জন্মদিনে সময়ের বরিশাল’র শুভেচ্ছা জানিয়েছে সময়ের বরিশাল পরিবার বর্গ । বরিশালে দৈনিক দেশ জনপদ পত্রিকার নির্বাহী সম্পাদক এস.এন পলাশের প্রথম সন্তান রিশাদের আজ ২৮ শে অক্টোবর রবিবার শুভ জন্মদিন। গুটি গুটি পায়ে ৪ বছর পেরিয়ে ৫ম বছরে পদার্পন তার। তার মা রওশন আরা ঋতু বরিশাল বিএম কলেজ থেকে অর্থনীতি বিষয়ে অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে বরিশাল ল’ কলেজে আইন বিষয়ে অধ্যয়নরত। বড় পুত্রের মঙ্গল কামনায় সাংবাদিক পলাশ কলেজ এভিনিউ এলাকার বায়তুল আমান জামে মসজিদে বাদ আসর দোয়া-মোনাজাতের আয়োজন করেছেন। দোয়ানুষ্ঠানে সকলের আগমন প্রত্যাশা করেছেন পলাশ-ঋতু দম্পতি।
Post a Comment