নিয়ামুর রশিদ শিহাব---
গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের আমখোলা গ্রাম থেকে অপহরণের ১২ দিন পর শুক্রবার রাতে এক কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার গলাচিপা থানায় নিয়ে আসা হয়েছে। মূল অপহরণকারী গ্রেফতার না হলেও অপহরণকারীদের একজন সহযোগী গ্রেফতার হয়েছে।
থানায় দায়ের করা মামলায় ওই কিশোরীর বাবা অমল চন্দ্র দাশ অভিযোগ করেছেন, তার মেয়ে (১৬) এবার এসএসসি পাস করেছে। গত ৫ মে সন্ধ্যার পরে তার মেয়ে এক আত্মীয় বাড়ি যাচ্ছিল। এ সময় অপহরণকারীরা তার বাড়ির পিছনের রাস্তা থেকে মেয়েকে অপহরণ করে। এ সময় মেয়ে ডাক চিৎকার দিলে অপহরণকারীরা তার মেয়ের মুখে কাপড় গুজে দেয় এবং মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। দড়িবাহেরচর গ্রামের মৃত রাজ্জাক মৃধার ছেলে তরিকুল ইসলাম তারেক মৃধা (২২) দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তরিকুল ইসলাম সরকারের একটি বিধিবদ্ধ বাহিনীতে চাকুরিরত রয়েছেন।
এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, অপহৃতার বয়স নির্ধারণ ও ধর্ষিতা হয়েছে কি না, তা পরীক্ষার জন্য রোববার চিকিৎসক বোর্ডের কাছে পাঠানো হবে।
Post a Comment