পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ভূয়া ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে এসে মো. জামাল (২১) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পিরোজপুর গোয়েন্দা পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. হাসনাইন হোসেন।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মোঃ জামাল নামে এক যুবক রবিবার সকালে পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পিতা মো. মিজান শিকদার, মাতা শাহিনুর বেগম, সাং ভান্ডারিয়া , ২নং ওয়ার্ড, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর এর ঠিকানা ব্যবহার করে সাধারন পাসপোর্টের আবেদন পত্র জমা দেন। এ সময় তার আঙ্গুলের ছাপ দেয়ার সময় জানা যায় সে মায়ানমারের বাস্তুচুত্য নাগরিক। এ সময় পার্সপোর্ট অফিসের কর্মকর্তাদের রোহিঙ্গা বলে সন্দেহ হলে সে সেখান থেকে পালিয়ে যায়। পরে জেলা গোয়েন্দা পুলিশ তাকে জেলার ভান্ডারিয়া থেকে রাতে আটক করেন। গোয়েন্দা পুলিশ জানান, আটককৃত ওই যুবক ভান্ডারিয়ার ঠিকানা ব্যবহার করে ইতিমধ্যে জাতীয় পরিচয় পত্র বের করেছেন। তার রিফিউজি নাম্বার ১৩২২০১৮০১২০১৪৫৮৫২। তিনি গত ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, তার অপর ২ ভাই আবু তৈয়ব (১৩) ও আবু হায়াত (১০), সহ রুখাইয়া (২২), জামালিডা (১৬) ও সোমা (৮) সহ ওই সময় এদেশে আসেন। তার অন্য ভাই-বোনেরা কক্সবাজার জেলার বালুখালী ক্যাম্পে অবস্থান করছেন। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. হাসনাইন জানান, আটকৃত ওই রোহিঙ্গা পালিয়ে গেলে তাকে ভান্ডারিয়া থেকে রাতে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।