বাকেরগঞ্জ প্রতিনিধি॥
রাজনীতি ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক ও বাংলাদেশ মানবাধিকার পিস এ্যাওয়াড-২০২০ পেলেন বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম সিরাজুল ইসলাম বাশার। গত ২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ তোপখানা রোড ঢাকা কার্যালয়ে অনুষ্ঠানে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ভুষিত হওয়ায় বাংলাদেশ মানবাধিকার রিভিউ সোসাইটি’র পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হয়। ইতিপূর্বে তিনি দ্বীপ ইউনিয়ন দুর্গাপাশাকে দারিদ্রসীমা কমিয়ে এনে মানুষের জীবন-যাত্রার মান উন্নয়নে সক্ষম হয়েছেন। চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক কর্মকান্ড ও জাতীয় প্রোগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন। উল্লেখিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র সাধারণ সম্পাদক এম. শফিক উদ্দিন অপু, সাবেক তথ্য সচিব মাগরুফ মোর্শেদসহ বিভিন্ন সংগঠনের বিশিষ্টজন। ইউপি চেয়ারম্যান বাশার জানান, প্রথমেই আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ‘জনগণ আমার, আমি জনগণের’ এই ব্রত নিয়ে কাজ করে জনগণের ভালোবাসায় প্রথমবারের মত শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি, আমার ইউনিয়নের ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি টিআর, কাবিখার শতভাগ কাজ সঠিকভাবে সম্পন্ন করেছি। এলজিএসপিতেও শতভাগ স্বচ্ছ। সকল দিক বিবেচনা করে আমাকে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত করে। আমি শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমার ইউনিয়নের সকল জনসাধারনকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি সকলের সহযোগিতায় দেশের শ্রেষ্ঠ মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে চাই।