ঝালকাঠি প্রতিনিধি--
রাজাপুরে চাকুসহ ৩ যুবক আটক |
ঝালকাঠির রাাপুরের বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া গ্রাম থেকে রোববার গভীর রাতে দেশীয় একটি চাকুসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। এরা হল, নিজামিয়া গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে হৃদয় (২০), সাহাবুদ্দিন সুরু মিয়ার ছেলে সাব্বির (১৯) ও দক্ষিণ উত্তম গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রবিন (২০)। পুলিশ জানায়, দেশীয় তৈরি ১টি চাকুসহ তাদের আটক করে তাদের বিরুদ্ধে এসআই দিলিপ কুমার বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে সোমবার সকালে ঝালকাঠি আদালতে প্রেরণ করেছে।