সংবাদ শিরোনাম

কলাপাড়ায় সাকুরা বাস কেড়ে নিলো অটোচালকের প্রান

ইমন আল আহসান,কলাপাড়া প্রতিনিধিঃ
কলাপাড়ায় সাকুরা বাস কেড়ে নিলো অটোচালকের প্রান
কলাপাড়ায় সাকুরা বাস কেড়ে নিলো অটোচালকের প্রান
ঢাকাÑ কুয়াকাটা মহাসড়কের বান্দ্রা নামক এলাকায় শনিবার সকাল আটটায় সাকুরা পরিবহনের বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটো রিকশা উল্টে চালক শহিদ সিকদার(৩৫) নিহত হয়েছে। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বাসটি( ঢাকা মেট্রো-ব-১১-৪৫৯৯) কলাপাড়া-আমতলী সড়কের বান্দ্রা এলাকার রাস্তার মোড় দ্রুতগতিতে ঘুরতে গিয়ে রাস্তার পাশে থামানো অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোতে থাকা চালক শহিদ সিকদার গুরুতর আহত হয়। তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথিমধ্যে শহিদ মারা যায়। নিহতের বাড়ি আমতলী পৌরসভার ৪নং ওয়ার্ড খাদ্যগুদাম এলাকায়। দূর্ঘটনার পরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানায়, নিহতের লাশ এবং ঘাতক বাসটি আমতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Previous Post Next Post