ঢাকা বুড়িগঙ্গা নদীতে একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে দুই শিশু নিখোঁজের খবর পাওয়া গেছে। তাদের বাড়ি বাকেরগঞ্জ থানার দাড়িয়াল ইউনিয়নেনর উত্তমপুর গ্রামে। জানা গেছে,
বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দাড়িয়াল ইউনিয়নের উত্তমপুর গ্রামের মোঃ বাবুল ফারাজীর পুএ মোঃ মেশকাত (১২) কন্যা মোসাঃ নুসরাত (8) পুবালী -৫ লঞ্চ এর টেউয়ে স্রোতের প্রবল বেগে পানিতে তলিয়ে ০২ শিশু নিখোঁজ। গতকাল বরিশাল থেকে ঢাকায় আসার উদ্দেশ্যে রওয়না হয় ।আজ ২১তারিখ ভোর আনুমানিক ৬টার সময় সদরঘাট থেকে নৌকায় কেরানিগন্ঞ্জ যাওয়ার সময় পুবালী -৫ লঞ্চ এর টেউয়ের ধাক্কায় সাবাই বুড়িগঙ্গা নদিতে পরে যায়। এতে বড়রা সবাই উঠে আসতে পারলেও বাবুল ফারাজীর ০২ শিশু এখনও নিখোঁজ।বাবুল ফারাজীর স্বজনরা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করে, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখনও পর্যন্ত তাদের উদ্ধার করতে পারেননি।বিস্তারিত আরো আসছে....
Post a Comment