সংবাদ শিরোনাম

নলছিটিতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি---
 ঝালকাঠির নলছিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফুজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) বিকালে  খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে  এ প্রতিযোগীতার উদ্বোধন করেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান । উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে  খাগড়াখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বড়গবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা গোল্ডকাপে নাচনমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। 
পরে চ্যাম্পিয়ান দল ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি তুলে দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এইচএম মাসুম বিল্লাহ। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হেমায়েত গাজী,  মডেল স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন, সমাজসেবক সুমন হাওলাদার প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post