উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক যুবককে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে ভূমিদস্যু সন্ত্রাসীরা। থানায় অভিযোগ দায়ের । অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের উঃ ধামুরা গ্রামের আব্দুর রহমান সিকদারের সাথে জমি নিয়ে একই গ্রামের নুরালম হাওলাদার গংদের র্দীঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় প্রভাবশালী সাবেক ইউপি সদস্য করিম সরদারের নের্তৃত্বে সন্ত্রাসী নুরালম হাওলাদার, রফিকুল সরদারসহ একদল ভারাটে সন্ত্রাসীরা ১৩ মে সোমবার দুপুর দেড় টায় উজিরপুর উপজেলা জরিপ অফিসের সামনে আঃ রহমান সিকদারের ছেলে জুয়েল সিকদার(৩০) এর উপর অতর্কিত হামলা চালায়। এতে তার ডান হাতের কব্জি ভেঙ্গে যায়। আহত যুবক উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়ারও আহত আরো অভিযোগ করে বলেন সকালে তার বাবাকেও মারধর করেছে ঐ প্রভাবশালী ভূমিদস্যু সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত’র পিতা আব্দুর রহমান বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দেয়ায় প্রভাবশালীরা এলাকা ছাড়ার হুমকী দিচ্ছে আহত’র পরিবারকে। এদিকে হামলার ঘটনা ধামাচাঁপা দিতে অভিযুক্তরা মিথ্যা অপপ্রচারসহ বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছে। হামলাকারীদের বিচারের দাবী জানিয়ে পুলিশের উর্দ্ধোতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন আহত’র পরিবার।
Post a Comment