ঝালকাঠির নলছিটিতে হঠাৎ বেড়েছে নানা রোগ বালাই । তীব্র তাপদাহে ডাইরিয়া, সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা। কয়েকদিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে অর্ধশতাধিক রোগী। এছাড়া প্রতিদিন হাসপাতালের বহি:বিভাগে চিকিৎসা নিচ্ছে নারী শিশুসহ শতশত রোগী। তবে প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সর্দি কাশিতে আক্রান্ত চার বছরের শিশু মিতু আক্তার উপজেলার তালতলা এলাকা থেকে এসেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তার মা জানালেন স্থানীয় হোমিও চিকিৎসায় কাজ না হওয়ায় এখানে এসে তিন দিন আগে চিকিৎসা শুরু হলেও অবস্থার উন্নতি নেই কোনই। চিকিৎসক জানিয়েছে তার নিউমুনিয়া ধরা পড়েছে।
পৌর এলাকার শীতলপাড়া থেকে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে এসছেন লিটন হাওলাদার। এখানে এসে স্যালাইন দেয়ারপর কিছুটা সুস্থতা বোধ করছেন। গত কয়েকদিনের প্রচন্ড গরমে ডাইরিয়া, সর্দি, কাশি, নিউমুনিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে শতশত নারী পুরুষ। কিন্তু ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে রয়েছে চিকিৎসক সংকট। রয়েছে পরীক্ষা নিরিক্ষা করার প্রয়োজনীয় যন্ত্রপাতি অভাব। ওয়ার্ড গুলোতে নেই প্রয়োজনীয় ফ্যান, নেই ভালো টয়লেটের ব্যবস্থা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহি:বিভাগ মেডিকেল অফিসার ডা. মো. মনেবুর রহমান জুয়েল জানান, গত কয়েকদিনে হাসপাতালের বহিবিভাগে গড়ে শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া অনেকে ভর্তি হয়ে আবাসিক চিকিৎসা সেবা নিচ্ছেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.আওছাফুল ইসলাম রাসেল জানান, প্রতিদিনই রোগীদের চাপ বাড়ছে। অল্প জনবল নিয়ে যা সামাল দেয়া কষ্টকর। তারপরও আমরা আমাদের সর্বোচ্চ সাধ্যমত সেবা প্রদান করে যাচ্ছি।
চিকিৎসকরা বলছেন শুধু শিশু নয়, প্রতিদিন শতশত নারী পুরুষকে চিকিৎসা দিয়েও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। এর জন্য চলমান তাপদাহ কে দায়ী করছেন তারা। শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়, ভীর বাড়ছে উপজেলায় বিভিন্ন কিøনিক ও চিকিৎসকদের প্রাইভেট প্রাকট্রিস চেম্বারেও। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.মানষ কৃষ্ণ কুন্ড জানান, তাপমাত্রা বাড়লে ডাইরিয়াসহ বিভিন্ন জীবানু সংক্রমনের স্বক্ষমতা বেড়ে যায়। তাই এ সময় সর্তকতাই বড় প্রতিরোধ। এসময় প্রচুর পরিমান তরল জাতীয় খাবার ও প্রখর রোদ এড়িয়ে চলতে হবে। এছাড়া ইফতারে ভাজা পোড়া খাবারের পরিবর্তে তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন এ চিকিৎসক।
Post a Comment