ভোলা প্রতিনিধি ॥
বুধবার বিকেল ৪টার দিকে হঠাৎ ঝড় দেখা দিয়েছে ।মাত্র ৩০ মিনিটের কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে উপজেলার মদনপুর ইউনিয়ন।ঝড়ের তীব্রতায় বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি। আহত হয়েছেন কমপক্ষে দশজন।
৩০ মিনিটের কালবৈশাখী ঝড় লন্ডবন্ড হয়ে যায় দ্বীপ জেলা ভোলা। ঝড়ে কবলে জেলার দৌলতখান উপজেলার দ্বীপ ইউনিয়ন মদনপুর ইউনিয়নে প্রায় শতাধিক ঘরবাড়ি বিদ্ধস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় নারী শিশু সহ ১০ জন আহত হয়। এছাড়াও ভোলা- খেয়াঘাট রোডে বৈদ্যুতিক খুটি ও গাছ উপড়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকে। এছাড়াও ভোলার সদর উপজেলায় চর সামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বজ্রপাতে আমির হোসেন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
Post a Comment