ঝালকাঠি প্রতিনিধি---
ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটির উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিুকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ। ইফতার মাহফিলে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
Post a Comment