আগৈলঝাড়া আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত


আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-১ আসনে আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। এই আসনে আওয়ামীলীগের একক প্রার্থী রয়েছেন বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা কর্মীদের সমন্বয়ে প্রতিটি নির্বাচনী কেন্দ্রের দ্বায়িত্ব পালন করতে ৫০সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২৩ অক্টোবরের মধ্যে দলের পদ পদবী ধারী নেতৃবৃন্দের সমন্বয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে। বাকাল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বাকাল ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মৃনাল কান্তি জয়ধরের সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষে ভোট কেন্দ্র পরিচালনা প্রস্তুতি কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি সাবেক চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী, ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আহম্মদ আলী জালাল, শ্রমিকলীগ নেতা ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আওয়ামীলীগ নেতা সহিদুল ইসলাম পাইক, উপজেলা যুবলীগ সভাপতি অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক প্রমুখ নেতৃবৃন্দ। এর পূর্বে গৈলা, বাগধা ও রাজিহার ইউনিয়নে আওয়ামীলীগের নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post