সংবাদ শিরোনাম

ভাইরাল হতে নিজের শরীরের সবকিছু দেখিয়েছেন এই ৬ নায়িকা

সাধারণত ভারতবর্ষে নগ্নতাকে নিচু নজরে দেখা হলেও বলিউডে কিন্তু খোলামেলা পোশাকের শরীর দেখানোটাই একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তবে এটা মোটেই মেনে নিতে পারেন না নেটিজেনরা। খবরে থাকতে শরীরী সৌন্দর্য প্রদর্শন করে এর আগে একাধিক অভিনেত্রীকে রীতিমতো ট্রোল হতে হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আজ এই প্রতিবেদনে রইল এমনই ৬ নায়িকার নাম (Actress Trolled For Hot Photos)।
Viral link

মৌনি রায় (Mouni Roy) : ‘নাগিন’ ধারাবাহিকের নায়িকা মৌনি রায় এখন হিন্দি টেলিভিশনের পাশাপাশি বলিউডেরও বেশ নামী নায়িকা। তার সৌন্দর্য্যে মুগ্ধ গোটা দেশ। তবে একবার লং ড্রেস পরে গাড়ি থেকে নামার সময় রীতিমত অস্বস্তিতে পড়ে যেতে হয় তাকে। ওই সময় তার পোশাক খুলে যাওয়ার উপক্রম হয়েছিল। তড়িঘড়ি আবার গাড়িতে উঠে তবেই পরিস্থিতি সামাল দিতে হয়েছিল অভিনেত্রীকে।

উরফি জাভেদ (Urfi Javed) : বলিউডে যদি কারও পোশাক নিয়ে সব থেকে বেশি বিতর্ক হয়ে থাকে তবে তিনি হলেন উরফি। কখনও সেফটিপিন দিয়ে, কখনও শুধু ফিতে দিয়ে, আবার কখনো শামুক দিয়ে বানানো পোশাক পরেও ভাইরাল হয়েছেন উরফি। প্রতিবার নতুন নতুন ফ্যাশনের পোশাক পরে কটাক্ষ শুনতে হয়েছে তাকে।
হিনা খান (Hina Khan) : হিন্দি টেলিভিশনের অভিনেত্রীদের মধ্যে হিনা খান হলেন অন্যতম একজন সুন্দরী অভিনেত্রী। একবার ক্যান্সার রোগীদের জন্য অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ডেনিম জিন্স এবং সাদা রঙের অফ সোল্ডার পোশাক পরেছিলেন তিনি। এতে নেটিজেনরা খুব রেগে গিয়েছিলেন। কোথায় কেমন পোশাক পরতে হয় তা হিনার জানা নেই, এই অভিযোগে সোচ্চার হয়েছিলেন তারা।


দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharya) : হিন্দি টেলিভিশনের ‘গোপী বহু’ দর্শকদের নজরে ছিলেন একজন আদর্শ বউমা। তাকে একবার কালো রংয়ের ব্র্যালেট পরে বেলি ডান্স করতে দেখে দারুণ চটে গিয়েছিলেন তার ভক্তরা। অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়াতে অনেক অপমান সহ্য করতে হয়েছিল।


অনেরী ভাজানি (Aneri Vajani) : পোশাক বিতর্কে যাদের নাম জড়িয়েছিল তাদের মধ্যেই একজন হলেন হিন্দি টেলিভিশনের এই অভিনেত্রীর। যোগা দিবসে অন্তর্বাস পরে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেছিলেন অনেরী। তার এই ছবি দেখার পর তার চেহারা ও স্তনের আকার নিয়ে অনেক কটাক্ষ করেছিলেন নেটিজেনরা।

Link

সাঞ্জিদা শেখ (Sanjeeda Sheikh) : হিন্দি টেলিভিশনের আরেক অভিনেত্রী সাঞ্জিদাও সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই নিজের বোল্ড ছবি শেয়ার করে থাকেন। যে কারণে তাকে প্রায় সময় কটাক্ষের শিকার হতে হয়। খোলামেলা একটি গাউন পরে সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করেছিলেন অভিনেত্রী। এই ছবি দেখার পর তাকে নিয়ে অনেক কটাক্ষ হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post