সংবাদ শিরোনাম

মোরলগঞ্জে দুই ছাত্রকে কুপিয়ে ফেলে রাখলো রাস্তার পাশে- আজকাল বার্তা

আজকাল বার্তা ডেক্স=== 


ধুমপান করাকে কেন্দ্র করে মোরলগঞ্জে দুই ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। 

রবিবার সন্ধ্যার দিকে পূর্ব চিপাবারইখালী গ্রামে এ ঘটনা ঘটে।

 হামলায় আহতরা হচ্ছেন, ওই গ্রামের রুহুল জোমাদ্দারের ছেলে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাগর জোমাদার(১৭) ও ধানসাগর গ্রামের পান্না হাওলাদারের ছেলে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র সিয়াম হাওলাদার(১৫)।

রাত ৯ টার দিকে রক্তাক্ত দুই ছাত্রকে তাদের স্বজনেরা রাস্তার পাশ থেকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে স্থানান্তর করা হয়। ধূমপান করাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, খবর শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও হাসপাতালে আহতদের খোঁজ খবর নেওয়ার জন্য পুলিশের দুটি দল পাঠানো হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। 

Post a Comment

Previous Post Next Post