পটুয়াখালীর গলাচিপায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাকির প্যাদা (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন ও আব্দুর রব বয়াতি নামে একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৭ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহসড়কে এ ঘটনা ঘটে। নিহত জাকিরের বাড়ি দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের মজিদ প্যাদার ছেলে। গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার বলেন, একটি মোটরসাইকেল গলাচিপা থেকে পটুয়াখালী যাচ্ছিল। এ সময়অপর একটি মোটরসাইকেল হারিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই একজন মারা যায় ও একজন গুরুতর আহত হয়। মৃত ব্যাক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Post a Comment