সংবাদ শিরোনাম

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের নতুন অধ্যক্ষ হলেন মোঃ হারুণ-অর রশিদ

 

বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কলেজটির উপাধ্যক্ষ মোঃ হারুণ-অর রশিদ হাওলাদার।

বৃহস্পতিবার (২৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব চৌধুরি সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করা হয়েছে। এ আদেশ আগামী ৩ জুলাই থেকে কার্যকর হবে বলেও জানানো হয়।এর আগে মোঃ হারুণ-অর রশিদ হাওলাদার সরকারি হাতেম আলী কলেজে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।নতুন অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুণ-অর রশিদ হাওলাদার বলেন, মন্ত্রণালয় আমার ওপর আস্থা রেখে এ কলেজের দায়িত্ব দিয়েছেন। তা পালন করতে সর্বাত্মক চেষ্টা করবো। ঝাসরকারি সৈয়দ হাতেম আলী কলেজের যে ঐতিহ্য রয়েছে, তা ধরে রাখতে যা যা প্রয়োজন তাই করবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।’

Post a Comment

Previous Post Next Post