আজকাল বার্তা ডেক্স---
ভূমিকম্পে মৃত্যুপুরী আফগানিস্তান। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের পাকতিকা ও খোস্ত প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে অন্তত ১৫৫ জনে দাঁড়িয়েছে।ভূমিকম্পে মোট এক হাজার ১৫০ জনের মৃত্যু হয়েছে এবং কয়েকশ’ মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকার। তবে জাতিসংঘ বলছে, ৭৭০ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ভূমিকম্পে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুদের পুনর্মিলনের জন্য কাজ করা হচ্ছে। শিশুদের মানসিক চিকিৎসা দিতে গায়ান জেলায় ক্লিনিক স্থাপন করা হয়েছে।সূত্র : এপি, ওয়াশিংটন পোস্ট ও এএফপি।
Post a Comment