সংবাদ শিরোনাম

শিক্ষার্থীদের বিক্ষোভ, উত্তাল রাজপথ

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাকার রাজপথ। শুরুটা হাফ পাসের দাবি। শিক্ষার্থীদের দাবি, নিরাপদ সড়কের নিশ্চয়তা, গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর ও সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি।বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর মতিঝিল-গুলিস্তান, সায়েন্সল্যাব, বেইলি রোড থেকে কাকড়াইল, ফার্মগেট, উত্তরা-আব্দুল্লাহপুরসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করে। এসময় ব্যস্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজপথে নামা শিক্ষার্থীরা দাবি আদায় না হলে বড় কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে বিচার না হলে আগামী রবিবার থেকে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।উল্লেখ্য, বুধবার রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নাঈম হাসান (১৮) হাসান নিহত হন। এ ঘটনায় গাড়িচালককে গ্রেফতার করে ও ধাক্কা দেওয়া গাড়িটিও জব্দ করে পুলিশ।.....,,,,]]

Post a Comment

Previous Post Next Post