সংবাদ শিরোনাম

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার

 ডেক্স নিউজ-- ্

রংপুরের পীরগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজার রহমান মিলু সরকার ২৬ কে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার বড়দরগা ইউনিয়নের চাপাবাড়ী গ্রামের লাল মিয়ার ছেলে। সে পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। মিলু সরকার বিভিন্ন সময়ে তার ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছে। এ ছাড়াও তার বিরুদ্ধে গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে উপজেলার আমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার পুলিশের একটি দল অভিযান চালিয়ে মোটরসাইকেল দিয়ে ধাওয়া করে তাকে গ্রেফতার করে। 

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, গত বুধবার মিলু তার ফেসবুক একাউন্টে লাঠিসোঠার ছবি পোস্ট করলে তা ভাইরাল হয়। এছাড়া আমবাড়ী ভোট কেন্দ্রে হামলার ঘটনার সাথে সে সরাসরি জড়িত থেকে ইটপাটকেল নিক্ষেপ করেছে। সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post