নিজস্ব প্রতিবেদক- আবারও লাইটের আলোয় আলোকিত বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত সেতু( দপদপিয়া সেতু)। সেতু উদ্বাধনের পর সেতুতে লাইট লাগানো হয়। এর কিছুদিন পর রাতে আধারে তার চুরি হয়ে যায়। সে সময় একটি মামলা দায়ের করা হয়েছিল। এরপর অনেকদিন অন্ধকারাচ্ছন্ন থাকে সেতুটি। পরে মাঝে মাঝে কিছু লাইট লাগালে তা কিছুদিন পর বিকল হয়ে যায়। এরপর দীর্ঘদিন অন্ধকার থাকে সেতুটি। সর্বশেষ চলতি মাসের প্রথম দিকে সেতুতে আবারও আলোর ব্যবস্থা করে সওজ বিভাগ। আলো ফিরে আসার ফলে সেতুতে সৌন্দর্য দেখা দিয়েছে। পাশাপাশি সেতুতে রং করা হয়েছে। আর এ সৌন্দর্য বর্ধনের কাজকে সাধুবাধ জানিয়েছে বরিশালবাসী।
আবারও আলোকিত আব্দুর রব সেরনিয়াবাত সেতু
0
Post a Comment