ঝালকাঠি প্রতিনিধি--
ঝালকাঠিতে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদন্ড |
ঝালকাঠিতে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের মামলায় মিলন তালুকদার নামে (৩৫) এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, পরিশোধ না করলে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ. মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। পলাতক থাকায় রায় ঘোষণার সময় আদালতে আসামী উপস্থিত ছিল না। দন্ডপ্রাপ্ত মিলন সিকদার রাজাপুরের পশ্চিম পুটিয়াখালী গ্রামের আজাহার সিকদারের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালেল ১৯ আগস্ট দুপুরে মিলন সিকদার প্রতিবেশী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ঘরের ভেতর একা পেয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা পরের দিন রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ ওই বছরের ৩১ অক্টোবর আদালতে চার্জশীট প্রদান করেন। আদালত সাত জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম আলম খান কামাল।