সংবাদ শিরোনাম

পার্কের রুম ভাড়া করে প্রেমিকাকে ধর্ষন, অতপরঃ, , , ,

সময়ের বরিশাল ডেক্স---
পার্কের রুম ভাড়া করে প্রেমিকাকে ধর্ষন, অতপরঃ, , , ,
পার্কের রুম ভাড়া করে প্রেমিকাকে ধর্ষন, অতপরঃ, , , ,
চলনবিলের কবিরগঞ্জ পার্কের একটি রুম ভাড়া করে সেখানে প্রেমিকাকে নিয়ে ধর্ষর করার ঘটনা ঘটেছে। নাটোরের সিংড়ায় কলেজ ছাত্রী প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে বুলবুল আহমেদ রাব্বি (২১) নামে  যুবককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
আটক বুলবুল দমদমা মহল্লার মৃত হোসেন আলীর ছেলে। সে স্থানীয় গোল-ই আফরোজ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
মামলা সূত্রে জানা যায়, ৬ মাস আগে ফেসবুকের মাধ্যমে বুলবুলের সাথে এক কলেজ ছাত্রীর পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই প্রেক্ষিতে গত ১৩ মার্চ দুজন চলনবিলের কবিরগঞ্জ পার্কে বেড়াতে যায়। সেখানে একান্তে সময় কাটানোর জন্য একটি রুম ভাড়া নেয় বুলবুল। পরবর্তীতে জোর পূর্বক বুলবুল ওই কলেজছাত্রী প্রেমিকাকে ধর্ষণ করে এবং কিছু আপত্তিকর ছবি তোলে। 
সম্প্রতি সম্পর্কের কিছুটা অবনতি ঘটায় বুলবুল তাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ফেসবুকে পোস্ট করে এবং আরও ছবি পোষ্ট করবে বলে হুমকি- ধামকি দেয়। পরে কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগ এনে সিংড়া থানায় একটি মামলা দায়ের করে।
ওসি মনিরুল ইসলাম জানান, কলেজ ছাত্রীটির অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সোমবার বুলবুলকে গ্রেফতার করে। পরে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
Previous Post Next Post