সময়ের বরিশাল ডেক্স---
বরিশাল চরমোনাইতে কোটি টাকার ইয়াবা উদ্ধার |
বরিশাল সদর উপজেলার চরমোনাই থেকে পুলিশের অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার হয়েছে। বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১ কোটি টাকা মুল্যের ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার গভীর রাতে পৃথক অভিযান চালানো হয়। এসময় শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকেও আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান।
পুলিশ কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল সদর উপজেলার চারমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার ডিংগামানিক গ্রামে অভিযান চালায় কোতয়ালী মডেল থানা পুলিশের এসসআই সমিরন মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি টিম। এসময় তার সাথে ছিলেন থানার এএসআই শরিফ, এএসআই সুমন ও এএসআই আসাদ।
এসময় ওই এলাকার গাজী আঃ মান্নানের পুত্র গাজী মাকসুদুল আলম নান্টু (৪২) এর ঘরে তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় নান্টুকেও আটক করা হয়। আটক নান্টুকে জিজ্ঞাসাবাদ করা হলে জানান, নগরীর জর্ডন রোড এলাকায় তার সহযোগী জাহিদ ও সজলের ভাড়াটে বাসায় আরও ইয়াবা রয়েছে। পরে পুলিশ জাহিদ ও সজলের বাসায় তল্লাশি করে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করে। এসময় জাহিদ ও সজল পালিয়ে গেলেও তাদের অপর এক সহযোগী ইমদাদুল হক রজন কাজী (২২) কে আটক করে পুলিশ। এ নিয়ে মোট ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার অবৈধ বাজার মূল্য ১ কোটি টাকা।
পুলিশ কমিশনার আরও জানান, আটক নান্টুর এর পূর্বে একটি ধর্ষণ মামলায় ১০ বছরের সাজা ভোগ করেছেন। জেল থেকে বের হয়েই তিনি মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। নান্টু মাদক ব্যবসা করে নামে বেনামে অনেক সম্পত্তির মালিক হয়েছে। এছাড়াও নান্টুর বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।তাদের নামে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। যাহার নাম্বার ১২০/১৯।
সুত্র --- বরিশাল বাণী
https://barisalbani.com/archives/58800
সুত্র --- বরিশাল বাণী
https://barisalbani.com/archives/58800