পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালী উপজেলার আসপদ্দি গ্রামের মহিলা কলেজ এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিচ ইয়াবা সহ সাকিল ও যুবরাজ নামের দুই জনকে আটক করেছে কাউখালী থানা পুলিশ। আটকৃতরা হলেন উপজেলার সুবিদপুর গ্রামের মোঃ শাহাদত হোসেন তালুকদারের ছেলে মোঃ সাকিল আহাম্মেদ রুবেল (৩৮) ও চিরাপাড়া গ্রামের মোঃ সালেক মীরের ছেলে মোঃ যুবরাজ মীর (২৫)। জানা গেছে মঙ্গলবার (২৭ আগষ্ট) সন্ধ্যার দিকে কাউখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই হিরন এর নেতৃত্বে উপজেলার আসপদ্দি গ্রামের মহিলা কলেজ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫১ পিচ ইয়াবা উদ্ধার করে। এ বিষয়ে কাউখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়, পরে তাদেরকে পিরোজপুর কোটে প্রেরণ করা হয়েছে।