সময়ের বরিশাল ডেক্স---
![]() |
পটুয়াখালীতে প্রতিপক্ষের হামলার গৃহবধূর পেটের বাচ্চা নিহত |
পটুয়াখালীর বেতাগী-সানকিপুর ইউনিয়নের ঠাকুরহাটে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় অন্তসত্বা মোসা: সুখী বেগম নামে এক গৃহবধূর পেটে থাকা ৪ মাসের বাচ্চা মারা গেছে। মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর মুক্তি ক্লিনিকের চিকিৎসারত অবস্থায় ওই গৃহবধূর পেটে থাকা বাচ্চাটির মৃত্যু হয়।
বেতাগী-সানকিপুর ইউনিয়নের ঠাকুরহাট বাজার এলাকায় গত রোববার জমি সংক্রান্ত বিরোধ নিয়ে জতিন মাঝির সাথে কালাম প্যাদা গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় দুই গ্রুপের ১৩ জন আহন হন।
আহতদের মধ্যে কালাম প্যাদা গ্রুপের মো: জহিরের অন্তসত্বা স্ত্রী মোসা: সুখী বেগমের অবস্থা গুরুতর হওয়ায় স্বজনরা উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মুক্তি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই অন্তসত্বার ৪ মাসের বাচ্চার মৃত্যু হয়।
অন্তসত্বার স্বামী মো: জহির অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ গরম পানি ও মরিচগুড়া ছিটিয়ে আমাদের ওপর হামলা করে। প্রতিপক্ষের হামলায় আমার স্ত্রীর ৪ মাসের বাচ্চা নষ্ট হয়ে গেছে।
দশমিনা থানার ওসি এস এম জালাল উদ্দিন জানান, অন্তসত্বার বাচ্চা মারা যাওয়ার ঘটনায় কোন অভিযোগ পাইনি।
সূত্র--বরিশাল বাণী