নলছিটি প্রতিনিধি---
ঝালকাঠির নলছিটি উপজেলার মালোয়ার গ্রামে অবৈধভাবে বালু উত্তোলন করায় জমি মালিকের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে নলছিটি উপজেলা প্রশাসনের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ বালু উত্তোলন করার দায়ে জমির মালিক মো. আলম খানকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি ডোবায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। পরে বালুমহল ও মাটি ব্যবস্থা আইন ২০১০ আনুযায়ী জমি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। তবে অভিযানস্থলে ড্রেজার মালিকে পাওয়া যায়নি।