সংবাদ শিরোনাম

কাউখালীতে অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান

পিরোজপুর প্রতিনিধিঃ
সময়ের বরিশাল বরিশাল বাণী বিডি বুলেটিনbangla news,banglanews24,banglanews,amazing banglanews24,bangla news live,bangla news today,bangla news video,bangladesh news,bangla news daily,bangla news channel,breaking news,news bangla,latest news,bangla news 24,bangla news 2018,bangla news bd,zee bangla news,bangla news 24 ghanta,bangla news all,bangla news abp,bangla newspaper,today bangla news,bangla news paper,bengal news,bangladesh,bangla news
পিরোজপুরের কাউখালীতে অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শিক্ষা বান্ধব সরকার কর্তৃক বরাদ্দকৃত ৯ জন শিক্ষার্থীকে ৭৫ হাজার ৬শত টাকা শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকালে অটিস্টিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকার চেক বিতরণ করা হয়। অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেত বিতরণ সভায় প্রদান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল জামান মিঠু। বিশেষ অতিথী ছিলেন  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, বিশষ্ট সমাজ সেবক শাহ্ আলম, মোঃ আল মামুন রণি। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু, কাউখালী প্রেস ক্লাবের সহ সভাপতি মাসুম বিল্লাহ্, আরাফাতুর রহমান শাওন প্রমূখ। উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৭শত টাকা করে শিক্ষা উপবৃত্তি পাবে। প্রত্যেক শিক্ষা উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে দুই ধাপের পাওনা (৬মাসে ১ধাপ) একই চেকের মাধ্যমে দেওয়া হয়েছে। 

Previous Post Next Post