পিরোজপুর প্রতিনিধি ঃ
পিরোজপুরের কাউখালী উপজেলার কচাঁ ও সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও একটি চড়গড়া জব্দ করা হয়েছে। কাউখালী নৌ-পুলিশ ও উপজেলা মৎস অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ জালগুলি জব্দ করে। পরে ঐ জালগুলো উপজেলা ভারপ্রাপ্ত মৎস কর্মকর্তা ফনি ভূষণ পাল এর উপস্থিতিতে লঞ্চঘাট সংলগ্ন মাঠে আগুনে পুড়িয়ে ফেলা হয়। পুড়িয়ে ফেলা ওই জালের বাজার মূল্য প্রায় লক্ষাধীক টাকা।